খুলনা এডিশন::
বাগেরহাটের শরনখোলার উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজাপুর কিংস ও রাজাপুর যুব সমাজের উদ্যোগে উক্ত ক্রিকেট টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ নান্না মিয়া হাওলাদার।
উক্ত ক্রিকেট টূর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল,বিশিষ্ট সমাজ সেবক মোঃ পান্না মিয়া,টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া,বিএনপি নেতা আঃ জলিল,বিশিষ্ট ক্রীড়াবিদ ও সহকারী শিক্ষক সোহেল আহমেদ,সহকারী শিক্ষক মিজানুর রহমান আনাম,বিশিষ্ট ক্রীড়াবিদ আঃ কাদের,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মামুন গাজীসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ নান্না মিয়া হাওলাদার বলেন,তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করতে পারলে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা সম্ভব। মাদক ও মোবাইল থেকে বিরত থাকতে মাঠের খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল বলেন,মাঠের খেলাধুলায় যুব ও তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আরাফাত রহমান কোকো যে ভূমিকা রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন,মাঠের খেলাধুলা যত বাড়বে তত সমাজের জন্য ভাল। তিনি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।
টূর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করে। প্রথম দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।টূর্ণামেন্ট এর সার্বিক পরিচালনায় আছেন জহিরুল ইসলাম জুয়েল।