খুলনা এডিশন::
আজ ১৬-ই ডিসেম্বর (মঙ্গলবার) “মহান বিজয় দিবস” এমন একটি দিনেই মানবতার টানে ভয় নেই রক্ত দানে, যদি করি রক্ত দান বেঁচে যেতে পারে একটি প্রাণ এমন স্লোগান সামনে রেখে “মানব কল্যাণ ব্লাড ব্যাংক” এর উদ্যোগে এবং খাজা বদরুদ্দোজা মর্ডান হসপিটালের সৌজন্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার “ফয়জুন্নেছা মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ” ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মো রুবেল হোসেন (এমবিবিএস, মেডিসিন বিশেষজ্ঞ) এবং স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠনের অনেক সদস্য কাজ করেন।
দিনব্যাপী কর্মসূচিটি সকাল নয়টায় শুরু হয়ে বিকেল প্রায় পাঁচটায় শেষ হয়। এতে বিনামূল্যে প্রায় আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ৩০ জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫ জনের মতো অসুস্থ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অসুস্থ অসহায় দরিদ্র রোগীগন বেশ আনন্দিত। স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলগন বলেন এমন সামাজিক সেবামূলক কাজ ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশা আল্লাহ।