খুলনা এডিশন::
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্য বিরোধী অগ্রসেনা ও কালচারাল স্টাবলিস্টদের বিরুদ্ধে লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের শাহাদাত ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শ্যামনগর সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিল শেষে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,এস এম জান্নাতুল নাঈম, হাফেজ মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাইফুদ্দিন হোসেন, ডাঃ ইমাম হাসান, গাজী আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি প্রভাষক সামিউল ইসলাম মনির, তাদের সকলের দাবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী কে যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদের আইনের আওতায়নে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করা হোক। এবং তারা বলেন প্রশাসন কেন এই হত্যাকারীকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছে এর জবাব সুস্পষ্টভাবে প্রদান করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কে, হাদি হত্যাকারীদের দ্রুত বিচার না করা হইলে পরবর্তীতে হাদীর মত অনেক জুলাই আন্দোলনের সম্মুখ সারীদের হত্যা হওয়ার সম্ভাবনা আছে।
তাই প্রশাসনকে আরো সজাগ থেকে সকলের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা দ্রুত করার জন্য আহ্বান জানাইছেন।
বক্তব্য শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলার মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক সাহেব উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ও পরিচালনা করেন মোঃ মোমিনুর রহমান।