ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের শিক্ষা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী বাজারে গিয়ে সমবেত হয়।
এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোসলেহ উদ্দিনের ম্যুরালে থাকা নৌকার প্রতিকৃতিতে ভাঙচুর চালায়। পরে তারা পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে, ফলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।