খুলনা এডিশন::
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার(২০ ডিসেম্বর) বিকালে আগরদাঁড়ি সদর উপজেলা জামায়াত অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, মাস্টার হাবিবুর রহমান,
সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, মুহাদ্দিস আলাউদ্দিন,প্রফেসর শহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।