

ওসমান হাদীর নামাজে জানাজায় লাখো মানুষের ঢল নেমেছে মানিক মিয়া এভেনিউ পুরো সংসদের দুটি মাঠ পরিপূর্ণ হয়ে রাস্তায় অবস্থান নিয়েছে মানুষ জানাজায় নামাজের জন্য। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে বিচার চাইলেন জনতা। গত ১২ তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর দুই অস্রধারী সন্ত্রাসী মটরসাইকেল যোগে হাদির পিছু নিয়ে সুযোগ বুঝে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। হাদির নিথর দেহকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে হাদিকে নেয়া হয় সিঙ্গাপুর। ডাক্তারদের হাজারো চেষ্টা ও কোটি মানুষের দোয়া অব্যাহত ছিল হাদির। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নেয়া এই বীর ওসমান হাদি। তার মৃত্যুতে ছিল লাখ লাখ মানুষের উপস্তিতি এবং এখনো পর্যন্ত খুনিদের গ্রেপ্তার না হওয়ায় জনতার ক্ষোভ। স্লোগানে স্লোগানে বিচারের দাবিতে চারিদিকে ছিল মুখরিত।
জানাজায় শেষে কবি কাজী নজরুল ইসলামের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় এই রাষ্ট্রীয় বীর শহীদ ওসমান হাদিকে।

