খুলনা এডিশন::
সিলেটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাঁশবাড়ি গলিস্থ বাসা নং– রংধনু ২০০/৬-এ অভিযান পরিচালনা করে ০২টি চাইনিজ কুড়াল,০৬টি রামদা,০৩টি বড় আকারের ছুরি,০৬টি লোহার পাইপ,০১টি কাঠের রোলসহ ডাকাত দলের ৬ (ছয়) জন সদস্যকে আটক করেন।
পরবর্তীতে আটককৃত আসামীদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার আনুমানিক রাত ০৩.৫০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকা হতে ডাকাত দলের মূলহোতা ইসতিয়াক রহমান রাজু (৩২)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরাঃ১। ইসতিয়াক রহমান রাজু (৩২), পিতা মৃত আব্দুর রহমানা, সাং-ঢাকা দক্ষিণ থানা- গোলাপগঞ্জ, জেলা, সিলেট বর্তমানে সাং- বাসা নং-৪২/সি, খাসদবীর আ/এ, খানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। বাবর আহমেদ (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- রায় নগর, খানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে সাং- বাসা নং-রংধনু-২০০/৬, চৌকিদেখি, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। মোঃ জুয়েল (৩৪), পিতা- মুর উদ্দিন, সাং- দক্ষিণ কানিশাইল, খানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৪। শাহীদ উস সামাদ (৩৫), পিতা- আব্দুল মান্নান, সাং- রায়নগর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, ৫। মোঃ সজীব হোসেন (২৭), পিতা- মৃত বাদশা মিয়া, সাং- নান্দিনা, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, বর্তমানে সাং- বাসা নং- রংধনু-২০০/৬, চৌকিদেখি, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৬। রায়হান আহমেদ (৩৯), পিতা- মৃত শামছুল হক, সাং- নইরা শালদাহ, খানা- শরীয়তপুর সদর, জেলা-শরীয়তপুর বর্তমানে সাং- বাসা নং- ২২, খাসদবীর, খানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট ৭। তানভীর মাহতাব (২৮, পিতা- মৃত সেলিম, সাং-হায়দারাবাদ, খানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর, বর্তমান সাং- বাসা নং- রংধনু-২০০/৬, চৌকিদেখি, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তারিখ-২১/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০, এবং এবং এয়ারপোর্ট থানার মামলা নং-১৫, তারিখ-২১/১২/২০২৫খ্রিঃ,ধারা-19(1)/20 The Arms Act, 1878; রুজু হয়। আসামী‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।