খুলনা এডিশন:
খুলনার কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের হীরা’র করুণ মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৩ টার দিকে খুলনায় নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের চিকিৎসক ও দলীয় সূত্রে জানা গেছে বুধবার বিকালে জেলার কয়রা উপজেলায় যুব সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে যাওয়ার পথে দুপুরে পাইকগাছায় বিরতি করে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের হীরা।
দুপুর আড়াইটার দিকে আবু তাহের হীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে।
পরে খুলনায় নেওয়ার পথে পথিমধ্যে আবু তাহের হীরা’র মৃত্যু হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল জানান শখ এ থাকা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে খুলনায় প্রেরণ করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী বলেন হীরা ভাই অসুস্থ হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনায় নেওয়ার পথে কিছু দুর যাওয়ার পর পথিমধ্যে তার মৃত্যু হয়। রাত সোয়া আটটায় খুলনার বসুপাড়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে বসুপাড়া কবরস্থানে মরহুমের দাফন করা হতে পারে বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক এ নেতা জানিয়েছেন।