খুলনা এডিশন::
গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ২০.৩৫ ঘটিকায় নিরালা নির্জন আবাসিক ১ নং রোড (হিরা বস্তি) এলাকায় কিছু সন্ত্রাসী একজন ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে দুইজন পথচারী গুলিবিদ্ধ হয়ে জখম হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ তাৎক্ষণিক সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী ১) শামীম হোসেন (২৬), পিতা-মোঃ সিদ্দিক ব্যাপারী, সাং-খান মোহাম্মদপুর, আইচগাতী, থানা-রূপসা, জেলা-খুলনা, ২) মোঃ সুমন হাওলাদার (৩০), পিতা-মোঃ আব্দুল গনি হাওলাদার, সাং-কাঁঠালতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-রাজাপুর, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ৩) শেখ শাহরুখ আহমেদ ওরফে শান্ত (২৬), পিতা-শেখ শাহিন আহমেদ, সাং-রাজাপুর, বার পুর্নের মোড়, থানা-রূপসা, জেলা-খুলনাদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ২ রাউন্ড গুলি, ১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলনা থানায় মামলা রুজু করা হয়েছে।