খুলনা এডিশন::
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
দৌলতপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) নাসিম হোসেন (৪১), পিতা-মৃত: হানিফ মিয়া, সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর এবং ২) লিয়ন লস্কর (২৫), পিতা-মোঃ তারেক লস্কর, সাং-দেয়ানা মোল্লাপাড়া, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে আটক করা হয়।
আটককৃতদের হেফাজত হতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।