এডিশন ডেস্কঃ
মোহাম্মদপুর থানা পশ্চিম গার্ডেন সিটি হাউজিং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আজ ১৭ অক্টোবর (জুম্মাবার) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জননেতা মোঃ মাসুদুজ্জামান। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নানসহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের শ্রম ও ঘাম এক করে ময়দান চষে বেড়াতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের বিকল্প নেই।
তিনি কর্মীদের করণীয় বিষয়ে আরও বলেন, প্রত্যেক কর্মীকে দাওয়াতি তৎপরতা জোরদার করতে হবে। ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের সমস্যা ও অনুভূতির সাথে নিজেদের সম্পৃক্ত করতে হবে। সুশৃঙ্খল সংগঠন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করব।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।