খুলনা এডিশন::
শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে এক মাদকসেবিকে আটক করে আইনের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক সেবনরত অবস্থায় একজন যুবককে হাতে নাতে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় জনগন। স্থানীয় সূত্র থেকে জানা যায় আটককারী মাদকসেবি হল উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আবু সাদেক হোসেন হাওলাদারের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩১)। আটকের পরে তাকে স্থানীয় থানা পুলিশের হাতে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান,বেশ কিছুদিন ধরেই শরনখোলা হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলোতে মাদকসেবিরা গোপনে মাদকসেবন করে আসছে। এ ব্যাপারে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের প্রচেষ্টায় ও স্থানীয় জনগণের সহায়তায় উক্ত মাদকসেবিকে মাদকসহ আটক করা হয়।খোঁজ নিয়ে জানা যায় আটককৃত যুবকের নামে থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে শরনখোলা থানার এস আই মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাদকসেবি শফিকুল ইসলামকে গ্রেফতার করে।মাদক দ্রব্য আইনে তার নামে মামলা করা হয়েছে। শরনখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান,মাদক কারবারি ও মাদক সেবিদের ধরতে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।