খুলনা এডিশন::
বাগেরহাটের রামপাল ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত ৫৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মেহেদি হাসান সাব্বির-কে সভাপতি এবং মো. হোসাইন শেখ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কলেজ পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল করতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সক্রিয় ও যোগ্য ছাত্রনেতাদের স্থান দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল নির্দেশ দিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের এই নতুন কমিটি গঠনের মাধ্যমে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন, এই নেতৃত্ব নতুন উদ্যম ও ঐক্যের ভিত্তিতে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।