1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে তাহিরপুরের মৎস্যজীবিরা চলতি নদীতে বড়শি দিয়ে মৎস্য আহরণে বাঁধা,লিখিত অভিযোগ দায়ের বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান এর বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল  পাইকগাছার চাঁদখালীতে এ্যাড মোমরেজুল ইসলামের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাগআঁচড়া শাখার নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা যশোর সদর হাসপাতাল থেকে মহিলা পকেটমার আটক শ্যামনগরে সিসিডিবির  জলবায়ু সহনশীল কমিটি গঠন  গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ডা: জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারতের মন্তব্যের জবাবে বাংলাদেশ আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

জাল সনদে বরখাস্তকৃত শিক্ষকের পুনঃবহালের অভিযোগ

আব্দুর রশিদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খুলনা এডিশন::

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, জাল সনদধারী শিক্ষক পুনর্বহাল এবং টাকার বিনিময়ে অবৈধভাবে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে এ কে. এম. মাহফুজুর রহমান বাদী হয়ে উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) আরিফা এদিব চৌধুরী নিয়োগ পাওয়ার পর তার কম্পিউটার বিষয়ে দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বিদ্যালয় ম্যানেজিং কমিটি তার সার্টিফিকেট যাচাইয়ের জন্য জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়া-তে পাঠায়।

 

পরবর্তীতে নেকটারের উপপরিচালক কর্তৃক প্রদত্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, সনদটি নেকটার কর্তৃক ইস্যুকৃত নয়, অর্থাৎ সেটি জাল বা ভুয়া।

এ প্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষে ১২ এপ্রিল ২০২২ তারিখে সিদ্ধান্ত নিয়ে ১৮ এপ্রিল ২০২২ তারিখে শিক্ষক আরিফা এদিব চৌধুরীকে স্থায়ীভাবে বরখাস্ত করে।

 

বরখাস্তের পর তার এমপিও নাম কর্তনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা অধিদপ্তরে আবেদন করলেও, পরবর্তীতে তার স্বামী আলতাফ হোসেনকে এডহক কমিটির সভাপতি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুনর্বহালের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

 

এমনকি, বকেয়া বেতন–ভাতাদি উত্তোলনের জন্যও নথিপত্রে কৌশলে পরিবর্তনের পাঁয়তারা চলছে বলে জানা গেছে।

 

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুফিয়ান গাজী-কে ৯ম শ্রেণি পাসের জাল সনদ দিয়ে নৈশ প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়।

এ ঘটনায় চাকরি প্রত্যাশী ফিরোজ আলমের কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি।

প্রতারণার শিকার ফিরোজ আলম সাতক্ষীরা আমলী আদালতে সিআর ৭৪০/২২ (শ্যাম) মামলা দায়ের করেন।

 

পরে তদন্তভার জেলা গোয়েন্দা শাখাকে দেওয়া হলে তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর রহমান ফারাজি ২০২২ সালের ১৪ নভেম্বর জমাকৃত প্রতিবেদনে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

এছাড়াও অনুরূপভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে ৭৬৯/২২ (শ্যাম) ও ৭৭০/২২ (শ্যাম) দুটি মামলা দায়ের হয়। কিন্তু রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে মামলাগুলো খারিজ হয়ে যায় বলে অভিযোগকারীদের দাবি।

 

বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব অনুমোদন না থাকা সত্ত্বেও, প্রধান শিক্ষক দুই দফা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেয়াজ্জেম হোসেন বলেন,

 

“এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় সংশ্লিষ্টদের নাম কর্তন বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”

 

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ ও নিয়োগ বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট