খুলনা এডিশন
সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন হয়েছে।
শনিবার ২৫ অক্টোবর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের জেলা কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরায় ০৩ (তিন) দিন মেয়াদী “নির্বাচনি দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” কোর্স ৬ষ্ঠ ব্যাচ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য।