খুলনা এডিশন::
গোপালগঞ্জ জেলার সম্ভাব্য প্রার্থীদেরকে আজ সন্ধ্যা ৬টা-এ গুলশান অফিসে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান।
আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
গোপালগঞ্জ জেলার সম্ভাব্য প্রার্থীদের তালিকা —
গোপালগঞ্জ-১ আসন (কাশিয়ানী-মোকসেদপুর):
১️⃣ সেলিমুজ্জামান সেলিম
২️⃣ জয়নুল আবেদীন
গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ সদর):
৩️⃣ শরিফ রফিকুজ্জামান
৪️⃣ কাজী আবুল খায়ের
৫️⃣ কে. এম. বাবার
৬️⃣ সিরাজুল ইসলাম সিরাজ
৭️⃣ এম. এইচ. খান মঞ্জু
৮️⃣ সরদার নুরুজ্জামান
৯️⃣ তৌহিদূর রহমান
গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া):
🔟 এস. এম. জিলানী
সব প্রার্থীকেই ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্ধারিত সময়ে গুলশান অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।