এডিশন ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি সুজাউদ্দীন মোল্লা সুজনের নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালীতে যুবদলের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।
সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান, পৌর যুবদলের আহবায়ক মোঃ সুমন পাইক, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক শেখ জিয়াউর রহমান জিয়া, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাফুল ইসরাম, শরনখোলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইব্রাহিম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ চৌধরী, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য
সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, চিতলমারীঢ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় বক্তারা বলেন, “যুব সমাজই জাতির ভবিষ্যৎ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী বা সুযোগসন্ধানীদের দলে কোনো স্থান নেই।”
তারা আরও বলেন, “আজ দেশের যুবসমাজ বেকার, হতাশ ও বিভ্রান্ত। বিএনপি ক্ষমতায় এলে তরুণদের জন্য কর্মসংস্থানের বিপ্লব ঘটানো হবে।