এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জে জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জ ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা আজ বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট নামক এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি তসলিম হুসাইন শিকদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া উপজেলার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন তারা দেশে পি,আর পদ্ধতিতে নির্বাচন চান। পি,আর পদ্ধতি না দিলে তারা আরো কঠোর কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারকে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা। এ সময় বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। এছাড়াও আরো কয়েকটি দাবি কর্মসূচিতে উপস্থাপন করা হয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম শেখ, সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা, মোহাম্মদ নূর ইসলাম শেখ জয়েন্ট সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা, মোঃ আব্দুর রহিম গাজী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা। মাওলানা মিজানুর রহমান সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচি শেষে ইসলামী আন্দোলন এর নেতাকর্মীরা সমাবেশ স্থল থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।