খুলনা এডিশন::
২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে “রক্তাক্ত ২৮ অক্টোবর : যে শাহাদাত প্রেরণা যোগায়” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়াও ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডিতে আহত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও মহানগর পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।