1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে তাহিরপুরের মৎস্যজীবিরা চলতি নদীতে বড়শি দিয়ে মৎস্য আহরণে বাঁধা,লিখিত অভিযোগ দায়ের বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান এর বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল  পাইকগাছার চাঁদখালীতে এ্যাড মোমরেজুল ইসলামের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাগআঁচড়া শাখার নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা যশোর সদর হাসপাতাল থেকে মহিলা পকেটমার আটক শ্যামনগরে সিসিডিবির  জলবায়ু সহনশীল কমিটি গঠন  গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ডা: জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারতের মন্তব্যের জবাবে বাংলাদেশ আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

২ উপদেষ্টা ডিসেম্বরে পদত্যাগ করতে পারেন

মেহেদী হাসান রেজা, স্টাফ রিপোর্টার (ঢাকা)
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

এডিশন ডেস্কঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের আলোচনা জোরালো হচ্ছে। ডিসেম্বরের শুরুতেই প্রধান নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।

তার আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা — আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম — পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।

অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এ দুই উপদেষ্টা তাদের পদ ছাড়বেন। তারা উভয়েই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হন।

প্রথমদিকে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ছিলেন, যিনি পরে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যোগ দেন। বর্তমানে আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আর মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ‘দলীয় ঘনিষ্ঠ’ উপদেষ্টাদের অপসারণের দাবি জানান।

যদিও তারা প্রকাশ্যে কারও নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইঙ্গিতটি ছিল দুই ছাত্র উপদেষ্টার দিকেই।

অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের শীর্ষ পর্যায় থেকে ইতিমধ্যে আসিফ ও মাহফুজকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তারা ডিসেম্বরের শুরুতেই পদ ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “যে কেউ যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তফসিল ঘোষণার আগেই তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এতে নির্বাচন নিরপেক্ষ থাকবে।” একই সঙ্গে তিনি বলেন, পদত্যাগের পর এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনাকে নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও সম্প্রতি বলেছেন, তিনি ‘দুই মাস ধরে অনিশ্চয়তায় আছেন’—কখন পদত্যাগ করবেন, তা এখনও ঠিক হয়নি। তবে মে মাস থেকে রাজনৈতিক দলগুলো তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

রাজনৈতিক মহলে জানা গেছে, মাহফুজ আলম সম্ভবত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। বিএনপি–এনসিপি জোটগত কারণে এ আসন ছাড়তে পারে, ফলে তিনি বিএনপি বা এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তবে এনসিপির নীরব সমর্থন তার পক্ষে থাকবে।

মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “যদি তিনি পদত্যাগ করেন, তাহলে রামগঞ্জ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এনসিপির একাধিক নেতা জানান, দুই উপদেষ্টা সরাসরি দলে যোগ না-ও দিতে পারেন, তবে নির্বাচনের পর তাদের এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যে কেউ উপদেষ্টা হিসেবে দায়িত্বে থেকে রাজনীতিতে আসতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। এরপর দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হবে।”

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “যদি তারা পদত্যাগ করে আমাদের সঙ্গে কাজ করতে চান, আমরা অবশ্যই স্বাগত জানাবো। তবে এটি পুরোপুরি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”

অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টা থাকা প্রয়োজন। তাদের না থাকলে সরকারের গ্রহণযোগ্যতা ও গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব উভয়ই দুর্বল হয়ে পড়বে।”

সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন প্রধান আলোচ্য বিষয়—ডিসেম্বরে পদত্যাগ করবেন কি না মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তারা গেলে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিত্বের জায়গায় নতুন কারও আসা প্রায় নিশ্চিত বলে ধারণা রাজনৈতিক মহলের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট