এডিশন ডেস্কঃ
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আমেজে মুখরিত হলো বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরনখোলা যুবদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করার মধ্য দিয়ে শুরু হয় শরনখোলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম। বিকাল ৩ টায় বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে।পরে র্যালি শেষে শরনখোলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করে শরনখোলা উপজেলা যুবদল। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।
শরনখোলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমীন খাঁনের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজা উদ্দীন সুজন। এছাড়া উক্ত আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, শরনখোলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ,যুবদল নেতা এম মাসুম হোসাইন,যুবদল নেতা বাশার খান,যুবদল নেতা আবুল হোসেন,শরনখোলা উপজেলা বিএনপি নেতা মোঃ শিমুল গাজীসহ আরও অনেকে।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দীন বলেন,দীর্ঘ ১৭ বছর পরে মুক্ত বাতাসে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। তিনি আরও বলেন,ফ্যাসিস্টের আমলে যখন বাগেরহাট জেলায়ও কোন প্রোগ্রাম করার মত অবস্থা ছিল না তখনও শরনখোলায় প্রোগ্রাম হত। এজন্য তিনি শরনখোলা উপজেলা যুবদলকে ধন্যবাদ জানান।
আলোচনা সভার সভাপতি,উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া একটা সংগঠন। তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে শরনখোলা যুবদল একতাবদ্ধ।উক্ত আলোচনা সভায় শরনখোলা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।