খুলনা এডিশন::
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের উজুলপুর বাজারে এক দোকানে দীর্ঘদিন ধরে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদীসহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিল নিয়মিতভাবে প্রচার করা হতো। স্থানীয়দের ধর্মীয় চেতনা জাগ্রত রাখার এই প্রচলন কয়েকজন যুবক এসে বন্ধ করে দেন। এতে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের কয়েকজন ব্যক্তি দোকান মালিককে ওয়াজ মাহফিল বাজাতে নিষেধ করেন। এরপর থেকেই তিনি প্রচার বন্ধ করে দিয়েছেন। দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”
তার এই নীরবতা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ধর্মীয় আলোচনা বা ওয়াজ মাহফিল প্রচার বন্ধ করে দেওয়া গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
উজুলপুরের এক প্রবীণ বাসিন্দা বলেন, “ওলামায়ে কেরামের কথা শুনে আমরা ধর্মীয় জ্ঞান লাভ করি। এটিকে বন্ধ করে দেওয়া মানে জনগণের ধর্মীয় ও মৌলিক অধিকার খর্ব করা।”
ঘটনাটিকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে অন্যায্য হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন বাজারে ভিন্ন মতের প্রতি সহনশীলতা বজায় রাখা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে—বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অযথা বাধা সৃষ্টি না হয় এবং সবার মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকে।