খুলনা এডিশন::
খুলনা জেলার কয়রার আমাদী ইউনিয়নের শুড়িখালী বাজারে খুলনা -৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি -গোপাল বাইন এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাখি,বিএনপি নেতা মিজান জোয়ারদার, আসাদুজ্জামান খোকন।
প্রধান বক্তা ছিলেন পাইকগাছা উপজেলা কৃষক দলের সভাপতি মেসের আলী সানা।
বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, চায়ের আলী,আবুল কাশেম, কলিঙ্গরাজ মন্ডল, আবু হুরাইয়া বাদশা, মারুফুল হক প্রিন্স, শফিকুল ইসলাম, শহিদুর রহমান,নাসির, কামাল হোসেন, রায়হান পারভেজ টিপু,ফরহাদ হোসেন, আবু না হানিফ মিলন কুদ্দুস গোলদার, মোস্তাকিমকোন সমস্যা গোলদার, নজরুল ইসলাম, রাসেল হোসাইন, কুদ্দুস মোড়ল, সাইফুল,আরফিন গাজী ওসমান,রুবেল, শুকুর আলী,অরুন বৈরাগী, আইদুল ইসলাম, মান্নান গাইন, হামিদ গাইন,শাহিনুর, হাবিবুর, শাহ আলম, আজারুল, ফরিদুল, রবিউল, মাসুম গাজী,জুয়েল রানা, কাদের, বিল্লাল, ইমরুল খান, মাহমুদ সরদার আলী আকবার বিশ্বাস,নসিম উদ্দিন, জাহিদ ইকবাল, মিরাজ, রকিব, রাহুল, বেলাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইমরুল খান।