এডিশন ডেস্কঃ
মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের মেট্রো হাউজিং ওয়ার্ডের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ মোবারক হোসাইন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান এবং ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জামায়াতে ইসলামী সেবা ও সততার রাজনীতি বিশ্বাস করে—যেখানে ক্ষমতা নয়, মানুষের কল্যাণই মূল লক্ষ্য।