খুলনা এডিশন::
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাইক্লোন সেন্টার প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী এই পূজা উৎসবকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। পূজার সূচনায় অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান,সন্ধ্যারতি,শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ,মায়ের রাজভোগ নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এসএম রফিকুল ইসলাম রফিক। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানান।
এসময় রফিকুল ইসলাম রফিকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, জিএম ফারুক হোসেন, তোফাজ্জল বিশ্বাস,শফিকুল ইসলাম শান্ত,শাহাবুদ্দিন সরদার ও সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ হাসিখুশি,শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়,বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।“
জগদ্ধাত্রী পূজা আয়োজন কমিটির সভাপতি তুষার কান্তি সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পক কুমার সাধুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি সঞ্জয় কুমার সাধু,বিকাশ সাধু,রামকৃষ্ণ সাধু,তাপস সাধু,বিজয় সাধু।