খুলনা এডিশন::
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
১ নভেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, এম আর মন্টু, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও দীনেশচন্দ্র।
সভায় ওসি রিয়াদ মাহমুদ বলেন দেশের উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নেওয়া সহ সমাজের বিভিন্ন অসঙ্গতি দুর করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তিনি বলেন অপরাধ নির্মূলে সাংবাদিক পুলিশ এক সাথে কাজ করে থাকে।
এজন্য এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে সকলের কাজ করতে সহজ হয়। ওসি রিয়াদ মাহমুদ বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন এবং এক্ষেত্রে সাংবাদিক পুলিশ কে এক সাথে কাজ করতে হবে।
তিনি বলেন বর্তমানে থানা পুলিশ সেবা মানসিকতা নিয়ে কাজ করছে এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের জানান।