খুলনা এডিশন::
মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ গত ৩ নভেম্বর ২০২৫ তারিখ রাতে জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে আবু তালেব (২৪) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক কৃত মাদক ব্যবসায়ী আবু তালেব সাতক্ষীরা জেলার সদর উপজেলার পারকুকরালি এলাকার আমজাদ সর্দারের পুত্র।
এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৯০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।