খুলনা এডিশন::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় উঠান বৈঠক শুরু করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার দরাজহাট ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ অনুষ্ঠান হয়।
এদিন বিকেলে দরাজহাট ইউনিয়নের ছাতিয়নতলা গার্লস কলেজে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আনিচুর রহমান,দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ,
উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক এমএ মানিক, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। একই দিন বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নে কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বয়ক মাজহারুল ইসলাম খোকন। এছাড়াও ইউনিয়নের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।