খুলনা এডিশন::
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মিয়াপাড়ায় চায়ের দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় এক বাক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আসাদুজ্জামান মনি (৪৬), পিতা মৃত সিরাজ উদ্দিন, সাং-সেনহাটি মিয়াপাড়া, থানা-দিঘলিয়া, খুলনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে আসাদুজ্জামান মনি তার বাড়ির নিকটে চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার আব্দুল আহাদ মোল্লা (৩৫), পিতা আব্দুল মান্নান মোল্লা; জামাল মোল্লা (৩৮); এবং হাবিবুর রহমান মোল্লা (৩৫) লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর হাড়ভাঙ্গা জখমপ্রাপ্ত হন।
ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় আবুল কালাম আজাদসহ উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানান, হামলাকারী আহাদ মোল্লা ও আহত মনি পরস্পরের চাচাতো ভাই। গতকাল (০৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় মনির বড় ভাই সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাজ্জাদ হোসেনসহ স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু এর জের ধরে আজ বিকেলে আহাদ ও তার সহযোগীরা মনির ওপর এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা। দিঘলিয়া থানার এক সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত আছে।