খুলনা এডিশন::
জেলা পর্যায়ে “গ্রাম আদালত বিষয়ক জনসচেতনার জন্য প্রচার কার্যক্রমে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণ ও করণীয়” শীর্ষক সমন্বয় সভা বুধবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করার লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার, জেলা সমাজসেবা উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এবং পাঁপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক আহসানুল হক মিটন।
সভায় জেলা প্রশাসক বলেন, “ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ, পরামর্শ ও কৌশলগত সহযোগিতা প্রদানসহ সার্বিক বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।”