খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে বেকারি মালিককে জরিমানা করা হয়েছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন উপজেলার কপিলমুনিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় আল আমিন নামে বেকারি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনকৃত খাদ্যে ক্ষতিকর ফ্লেভার ও রাসায়নিক রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ একাধিক অনিয়ম নজরে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর । এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বেকারি মালিক আল আমিন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, প্রসিকিউশন অফিসার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস।
জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সবাই কে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।