খুলনা এডিশন::
যদি করি রক্ত দান-হাসবে রোগী-বাঁচবে প্রাণ এমন স্লোগান নিয়ে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যগণ নিয়মিত রক্ত দান কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটি শুধু স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ এবং রক্ত ম্যানেজই করে না। পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন।
তারই ধারাবাহিকতায় জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করেন।
আজ ০৭ নভেম্বর (শুক্রবার) আশুলিয়ার বাড়ইপাড়া ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত অসংখ্য মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম চলমান থাকে।
এসময় চারজন এমবিবিএস ডাক্তার ডাঃ মো কামরুল হাসান মিঠু, ডাঃ মো শেখ সালাহ উদ্দিন, ডাঃ জেরিন রহমান ও ডাঃ খাদিজাতুল কোবরা ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেন। সহযোগী হিসেবে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবী এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।
এসময় প্রায় তিন শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করেন এবং অসংখ্য দরিদ্র অসহায় অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এমন একটি সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পেরে ডাক্তারগণ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীগণ অনেক আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় সেবা পেয়ে সেবাগ্রহীতারাও বেশ খুশি হন।