খুলনা এডিশন::
ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মনিরামপুরে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) মনিরামপুর থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনিরামপুর সদর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
থানা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোহাম্মদ ইকবাল পথসভায় বক্তব্য দেন। তিনি ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এর ইতিহাস তুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবদান তুলে ধরেন।
এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।