খুলনা এডিশন::
পাইকগাছায় নদীতে ব্রীজ ভেঙে পড়ায় চলাচলে বিপাকে পড়েছেন নদীর দুই পাড়ের মানুষ।
বুধবার গভীর রাতে উপজেলার লতা ইউনিয়নের শামুপোতা ও পুটিমারী এলাকার সংযোগ ব্রীজ টি উলুবুনিয়া নদীতে আকস্মিক ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর দুই পাড়ের হাজারো মানুষ।
গত দুদিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের পুটিমারী ও শামুকপোতা সহ আশপাশ এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উলুবুনিয়া নদীর উপর সরকারি ভাবে একটি ব্রীজ নির্মাণ করা হয়।
ব্রীজ টি নির্মাণ করার ফলে নদীর দুই পাড়ের হাজারো মানুষের চলাচলের জন্য সংযোগ স্থাপন হয়। স্থানীয়রা জানান নদীর দুই পাড়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক বাজার রয়েছে। শিক্ষার্থী সহ প্রতিদিন শত শত মানুষ ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকে। আকস্মিক ব্রীজটি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। স্থানীয় বাসিন্দা মিজান সানা জানান, ব্রীজটি দীর্ঘদিন ঝুঁকিপুর্ণ ছিল, মেরামত বা সংস্কার না করায় ব্রীজের একটা অংশ নদীতে ভেঙে পড়েছে। এর ফলে নদীর দুই পারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, বর্তমানে এখানে পুনরায় পাকা ব্রীজ নির্মান করা সময় সাপেক্ষ বিষয়। এ কারণে মানুষের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে বিকল্প কিছু করার পরিকল্পনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যে ওখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ হবে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যহত হবে না।