খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় ইয়াসিন (১৪) নামে প্রতিবন্ধী এক কিশোর কে হুইলচেয়ার দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি বিএনপি নেতা এসএম রফিকুল ইসলাম রফিক।
কিশোর ইয়াসিন পাইকগাছার নোয়াকাটী গ্রামের মৃত আসলাম মালীর ছেলে। হরিদাসকাটী আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের মাধ্যমে শুক্রবার বিকেলে এ হুইলচেয়ার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শেখ ইদ্রিস, হাবিবুর রহমান, আসলাম বিশ্বাস, আব্দুল মান্নান মালী ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে হরিদাসকাটী বেগম জালাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির দরিদ্র শিক্ষার্থী রিয়াকে এক সেট গাইড বই প্রদান করা হয়।