খুলনা এডিশন;;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমতলা মোড় চত্বরে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন।
এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। ভেদাভেদ ভুলে সবাইকে এই প্রতীকের পতাকাতলে আসতে হবে।
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমান ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী,সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল,দক্ষিণ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁই,কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুর রহমান,
মথুরেশপুর বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু,কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু,মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন,চাম্পাফুল বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল,এবং উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।