খুলনা এডিশন::
দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য, ষড়যন্ত্র ও নাশকতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।
বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মহানগর শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন এর সভাপতিত্বে ও সেক্রেটারী রাকিব হাসান এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
এছাড়া মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।