খুলনা এডিশন::
খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জবেদ গাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২৭ নভেম্বর উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কৃষক দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জবেদ গাজীর কৃষক দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। যা ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি সম্পাদক।