খুলনা এডিশন ::
গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শার্শা থানার অন্তর্গত ৭ নং কায়বা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (পশ্চিম কোটা) বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির দিকনির্দেশনা এ দোয়া অনুষ্ঠান টি পরিচালিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিতির দৃঢ়তা এবং গভীর আবেগ পুরো অনুষ্ঠানকে ভারাক্রান্ত করে তোলে। গ্রামের সাধারণ মানুষ, ওয়ার্ডের জনসাধারণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও ভাবগম্ভীর ও আবেগময় করেছে।
বিএনপি নেতা আয়নাল গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তাজউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকতার ,ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, , বিএনপি নেতা কোরবান গাজী,, আব্দুল হামিদ, আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন,হুমায়ুন কবির মিন্টু,যুবনেতা হাসানুজ্জামান হাসান, ফারুক হোসেন,জিয়ারুল ইসলাম, হুদা,মনিরুল ইসলাম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি
ছাড়াও কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ মিলন, যুগ্ম আহবায়ক মহিউদ্দীন বাপ্পী, যুগ্ম আহবায়ক কবির হোসেন এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গভীর ও ভাবগম্ভীর করেছে।দোয়া অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ কওছার আলী।