1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন মনিরামপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত  বিজয় দিবস উপলক্ষে এমইউজে খুলনার আলোচনা সভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান খুলনায় বধ্যভূমি স্মৃতিসৌধে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন

হাদির ওপর হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না-মামুনুল হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির ওপর সংঘটিত বর্বরোচিত ও প্রাণঘাতী হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’

 

তিনি বলেন, “নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ‘২৪-এর পরাজিত শক্তি’ প্রকাশ্য ঘোষণা দিয়েই রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসে নেমেছে। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশন ও প্রশাসন কেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও সর্বাত্মক অভিযান শুরু করতে পারেনি—এই প্রশ্ন আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।”

 

আজ শনিবার বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পুরনো পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আমিরে মজলিস রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষমতার মোহে কেউ যেন পরাজিত শক্তির প্রতি বিন্দুমাত্র অনুকম্পা না দেখায়। যে যা করেছে, তার দায় তাকেই নিতে হবে। কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার দুষ্টচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

 

অন্যথায় পরিণতি শুভ হবে না—এ ব্যাপারে আমরা হুঁশিয়ার করছি। ভোট তো ফ্যাসিস্টদেরও ছিল, কিন্তু পালিয়ে যাওয়ার সময় তাদের সব দাবি ও অহংকার ভেঙে পড়ে। হাদির রক্ত ইনশাআল্লাহ জনতাকে আরো নির্ভীক করে তুলবে।’

তিনি বলেন, “হাদির ওপর হামলাকারী কারা, আমরা অনুমান করতে পারি।

 

ফ্যাসিবাদের প্রতীকের প্রতি যারা মায়াকান্না দেখায়, ভারতীয় আধিপত্যকে যারা ‘প্রতিবেশী’ নাম দিয়ে বৈধতা দেয়, জরিপের নামে যারা আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করতে চায়, জনতার প্রতিরোধকে যারা ‘মব’ আখ্যা দেয় এবং উসকানিদাতাদের ব্যক্তিস্বাধীনতার নামে রক্ষা করে, তাদের সবাইকে থেমে যেতে হবে।”

আমিরে মজলিস আরো বলেন, ‘আমরা বারবার বলছি, জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনে গণভোট দিন। এই দাবিতে আমরা সারা দেশ চষে বেরিয়েছি এবং দেখেছি জনগণ ব্যাপকভাবে এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছে। কিন্তু সরকার একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে জনতার ন্যায্য দাবির প্রতি কোনো ভ্রুক্ষেপ করেনি।’

 

তিনি পুনরায় হুঁশিয়ার করে বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সব পক্ষ ঐক্যবদ্ধভাবে ২৪-এর পরাজিত শক্তিকে প্রতিহত ও প্রতিরোধ না করলে তারা বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

 

এদের হৃদয়ে বাংলাদেশ নেই, এদের হৃদয়ে রয়েছে আধিপত্যবাদী ভারত। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে থেকেই তারা আজীবন এই অপকর্ম করে এসেছে।’

নির্বাহী বৈঠক শেষে গতকাল ইন্তেকাল করা সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দীন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী ও মাওলানা মাহবুবুল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন ও মাওলানা শরীফ সাইদুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট