খুলনা এডিশন::
বাগেরহাটের রামপাল ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেপ্তার রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল বাসার বাচ্চু(৫২)। রামপাল থানা পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার এনামুল বাশার বাচ্চু (৫২) বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্ৰামের খাইরুল বাশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনামুল বাশার বাচ্চু বর্তমান বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত মামলার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মিত মামলায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।