খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় ডেভিলহান্ট-২ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সুকান্ত কুমার দাস মনা (৩৬) উপজেলার কপিলমুনির নগরশ্রীরামপুরের মনোরঞ্জন দাসের ছেলে। তাকে জিআর ১১৮/২৪ মামলায়,অন্যদিকে জিআর -২৫৭/২৩ মামলায় মো, নাহিদ ইসলাম (১৯)কে গ্রেফতার করা হয়। নাহিদ লস্কর ইউপি’র আলমতলার কামরুল গাজীর ছেলে। এছাড়া কয়রার সিআর -১৩৩/১৮ মামলায় জনি সানা-(৩৮) কে গ্রেফতার করে পুলিশ। সে লস্কর ইউপি’র খড়িয়ার আইজুল সানার ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম কিবরিয়া।