1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
আজকের সর্বশেষ এডিশন:

এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

খুলনা এডিশন নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
A1ed3586 4170 4ad5 9149 50bc504676e8
ছবি : সংগ্রহীত

ঢাকা অফিস:

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তায় এবং প্রশাসনিক স্থবিরতায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এবার বাজেট পেশে থাকছে কিছু ভিন্নতা।

সোমবার (০২ জুন) সংসদ কার্যকর না থাকায় বেতার ও টেলিভিশনে এবারের বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট পেশের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি পাস হবে। বাজেট বক্তৃতার পরপরই বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হবে।

বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ালেও একই সঙ্গে এ বাজেটে কমতে পারে বেশকিছু পণ্যর দাম।

চলুন জেনে নেওয়া যাক, দাম কমতে পারে যেসব পণ্যের-

মাটি ও পাতার তৈরি পণ্য

মাটি ও পাতার তৈরি তৈজসপত্রে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, তবে আসন্ন বাজেটে এসব পণ্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাব থাকছে।

এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহার

প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। বর্তমানে আমদানির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়। আবার বিক্রির সময়ও ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ উৎসে কর কাটা হয়। এ ছাড়া মার্জিন বিল পরিশোধে গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫% উৎসে কর নেওয়া হয়।

জ্বালানি তেল

অপরিশোধিত জ্বালানি তেলে শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে। অন্যান্য জ্বালানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৩ শতাংশ কমানো হতে পারে। এতে জ্বালানির দাম কিছুটা কমতে পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে কমছে উৎসে কর

আসন্ন বাজেটে উৎসে কর কমানোর সিদ্ধান্ত আসতে পারে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রে ১ শতাংশ উৎসে কর অর্ধেকে নামানো হচ্ছে। এতে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফলের দাম কমতে পারে।

ভূমি নিবন্ধনে কর কমছে

ভূমি নিবন্ধনে আসন্ন বাজেটে কিছু ছাড় আসছে। কাঠার বদলে শতাংশে নিবন্ধন ফি ও কর ধার্য হবে। এক্ষেত্রে ভূমি নিবন্ধনে অগ্রিম করও কিছুটা কমানো হতে পারে।

চিনি আমদানিতে শুল্ক কমছে

চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আসছে। প্রতি টন পরিশোধিত চিনিতে শুল্ক ৪,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হতে পারে।

চামড়াশিল্পে শুল্ক ছাড়

এবারের বাজেটে চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হতে পারে।

সয়াবিন ও কাগজশিল্পের কাঁচামালে শুল্ক কমছে

দেশীয় শিল্পে সহায়তা দিতে কিছু কাঁচামালে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। সয়াবিন মিল, কাগজশিল্প ও নির্মাণ উপকরণে শুল্ক হ্রাসের কথা বলা হচ্ছে। নিউট্রালাইজড সয়াবিন তেলেও শুল্ক রেয়াতের প্রস্তাব আছে। অন্যদিকে নির্মাণশিল্পের উপকরণ স্থানীয় শিরিশ কাগজ শিল্পের প্রয়োজনীয় ফেনোলিক রেজিন ও স্যান্ডপেপার জাতীয় কাঁচামালের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব থাকছে বলে জানা গেছে।

সাশ্রয়ে মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট

ক্রিকেট ব্যাট তৈরির কাঠে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। বর্তমানে শুল্ক ৩৭ শতাংশ হলেও তা কমিয়ে ২৬ শতাংশ করা হতে পারে।

বিদেশি জুস

নন-অ্যালকোহলিক জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে প্রস্তাবিত বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে।

সংবাদপত্রের নিউজপ্রিন্ট

সংবাদপত্রের শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব বিবেচনা থাকছে প্রস্তাবিত বাজেটে।

পিভিসি পাইপ ও কপার ওয়্যার

পিভিসি পাইপের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। একইভাবে, কপার ওয়্যারের উপকরণে শুল্ক ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করা হচ্ছে এবারের বাজেটে।

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে টায়ার, টিউব, ব্রেক সু ও প্যাডে শুল্ক কমানোর প্রস্তাব আসছে। মার্বেল-গ্রানাইটের কাঁচামাল ও যন্ত্রপাতিতেও শুল্ক হ্রাসের কথা রয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট