1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
আজকের সর্বশেষ এডিশন:

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

খুলনা এডিশন নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
Image 196527 1749883897
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা অফিস :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠকটি শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা যায়।

এদিকে শুক্রবার দুই নেতার বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের পর বেশ কয়েকজন রাজনীতিবিদ কালবেলাকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেন, আমি প্রত্যাশা করি, দুজনের আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হয়ে থাকলে সুন্দর কিছু বেরিয়ে আসবে এবং দেশের জনগণ উপকৃত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখের আগে একশ ভাগ না হলেও পঞ্চাশভাগ সংস্কার হলেও আমি মনে করব খুব ভালো কাজ হয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছিল, এ বৈঠকের মধ্য দিয়ে তা মোটামুটি একটা বোঝাপড়ার জায়গায় আসা গেল। সেদিক থেকে এটা সফল হয়েছে।

তিনি বলেন, এ বৈঠকের পর সংস্কার ও বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সরকারের উপলব্ধি এসেছে যে, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বোঝাপড়া দরকার।

আগামী রমজানের আগের সপ্তাহে কেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা দেখতে চাই।

রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট না করে সরকার যদি বিতর্কিত বিষয়ে তাদের কর্মকাণ্ড অক্ষত রাখে, তাহলে রাজনৈতিক অচলাবস্থা কাটবে বলে মনে হয় না। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের খরচসহ সামগ্রিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রুহিন হোসেন। এ ছাড়া বৈঠক ও বৈঠক-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘বিতর্কিত’ ড. খলিলুর রহমানের উপস্থিতি বোধগম্য নয় বলেও মন্তব্য তার।

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক চলমান রাজনৈতিক সংকট দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, লন্ডন বৈঠক আপাতদৃষ্টিতে ফলপ্রসূ হয়েছে বলেই মনে করি।

মঞ্জু বলেন, শুরু থেকেই আমরা বিভেদ ও কাদা ছোড়াছুড়ি না করে সংলাপ এবং সমঝোতার আহ্বান জানিয়ে আসছিলাম। অনুভব করছিলাম প্রফেসর ইউনূস অযথা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না, আবার বিএনপিও সংস্কারবিরোধী নয়। কিন্তু যে কোনো কারণে একে অপরের প্রতি অবিশ্বাস ও সন্দেহ তৈরি হয়েছে। কয়েকজন উপদেষ্টা ও বিএনপির কিছু নেতার অপরিণামদর্শী বক্তব্য এ দূরত্ব আরও বাড়িয়েছে। এ রকম প্রেক্ষাপটে লন্ডন বৈঠক এ সংকট দূর করবে বলে আমরা আশাবাদী। রমজানের আগেই নির্বাচন বিষয়ে বিএনপি ও সরকার যে ঐকমত‍্য প্রকাশ করেছে, তা ভালো অগ্রগতি।

বৈঠকের বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সময় এগিয়ে আনা গণতন্ত্রের জন্য ইতিবাচক।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা মানে গণতন্ত্রের দিকে পা বাড়ানো ও এগিয়ে যাওয়া। এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। তাই আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে যতটুকু দৃশ্যমান হয়েছে, তা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য।

সংস্কার বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নির্বাচনের আগে যতটুকু সময় পাওয়া যাবে, তার মধ্যেই সংস্কার করতে হবে। সংস্কার হবে, নির্বাচনও হবে। সংস্কার হলে যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যাবে না—এমন নয়।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের যে সমঝোতা হয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। এনসিপি একটি নতুন দল। তারা তাদের মত বলতেই পারে। তবে দেশে নিবন্ধিত অনেক বড় দল আছে, তারা কী বলছে—সেটা দেখার বিষয়। আমরা মনে করি, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া আবহাওয়াগত দিক থেকে ভালো। অনেকদিন পর নির্বাচন হওয়া আবহাওয়ার বিষয়টি বিবেচনায় এ সময়েই নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। এ ছাড়া নির্বাচনের জন্য যেসব শর্তের কথা বলা হয়েছে, বিশেষ করে এনসিপির শর্তগুলো ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব।

নির্বাচনের তারিখ নির্ধারণ করা গেলে সংস্কার কার্যক্রম আরও বেশি মনোযোগ পাবে বলে মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সংস্কার নিয়ে যে কোনো ধরনের সমঝোতার জন্য সব রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে। নির্বাচন একটা জায়গায় নির্ধারণ করা গেলে সবাই মিলে সর্বোচ্চ সমঝোতার মধ্য দিয়ে সংস্কারে মনোযোগ দিতে পারব। আর যে সংস্কারগুলো বাকি থাকবে এগুলো জনগণ সিদ্ধান্ত নেবে।

জোনায়েদ সাকি বলেন, যতদূর শুনেছি, বৈঠকে নির্বাচন এগোনোর বিষয়ে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সরকারপ্রধান এক ধরনের আভাস দিয়েছেন। এতে এখন আলোচনার সুযোগ তৈরি হবে। রোজার আগে নির্বাচন হলে ভালো হবে বলেও মত জোনায়েদ সাকির।

জাতীয় নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করার মধ্য দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের মতামত নিতে হবে।

লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতিতে ড. ইউনূস ও তারেক রহমান বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

এ শর্তকে স্বাগত জানান এনসিপি নেতা আদীব। তবে নির্বাচনের পূর্বে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে বলে তিনি দাবি করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখলেও সেখানে অভ্যুত্থান-পরবর্তী বিচার ও সংস্কার ইস্যু সেভাবে প্রাধান্য পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট