ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার দৌলতখান উপজেলার কমরউদ্দিন মাদ্রাসার সামনে জ্বালানী তেলবাহী একটি ট্রাকের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম শাহানুর বেগম (৬০), তিনি দক্ষিণ বালিয়া ৩নং ওয়ার্ডে র স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে মাদ্রাসার সামনের সড়ক পার হওয়ার সময় দৌলতখানগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমরউদ্দিন ইউনিয়নের স্থানীয় এক বাসিন্দা জানান, “রাস্তায় কোনও গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বারবার বলার পরও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।”
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং সড়ক নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হবে।