ঢাকা অফিস :
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে গতকাল (মঙ্গলবার) রাতে কেন্দ্রের সাবেক সভাপতি মরহুম কবি যাকিউল হক জাকী’র স্মরণে দোয়া ও নতুন দায়িত্বশীল নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ড. আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ইসি মেম্বার আব্দুর রহমান, এম.এম. তাওহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।