1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
আজকের সর্বশেষ এডিশন:
গুলিস্তানের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান, নেটিজেনদের প্রশংসা ‘৪ আগস্ট রাতেই গণভবনে যাবার পরিকল্পনা করেন শিবির নেতা সিবগাতুল্লাহ’ রোববার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি জামায়াত আমিরের অপারেশন ভালো হয়েছে : ডা. জাহাঙ্গীর কবির আমীরে জামায়াতের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের দোয়া অনুষ্ঠান ৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনা করেন শিবির নেতা সিবগাতুল্লাহ’ এবার ইরানের জাহাজ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জামায়াতের জাতীয় সেমিনার অনুষ্ঠিত ২০ জুলাইয়ের পর ১ দফার ঘোষণা পর্যন্ত নাহিদের আর কোনো ভূমিকা কারও জানা আছে কিনা জানি না: কেফায়েত শাকিল

ওসি প্রত্যাহার; ১১ নারীর উপর লাঠিচার্জ অভিযোগে

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
ঢাকা অফিস:
দুই পক্ষের ধান কাটাকে কেন্দ্র করে নারীদের ওপর লাঠিচার্জের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাকে প্রত্যাহার করে রাজশাহী রিজার্ভ ফোর্সে যোগদান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর এলাকার জগদিসপুর মৌজায় ৩০-৪০ জনের ১৮০ বিঘা জমি রয়েছে। তবে এসব জমি নিয়ে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলে আসছে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে বেগপুর গ্রামের আজগর আলীসহ কয়েকজন ব্যক্তির।
গত ১ মে সকালে এসব জমিতে যন্ত্র দিয়ে ধান কাটছিলেন। এসময় এলাকায় নারীরা যন্ত্র দিয়ে কীভাবে ধান কর্তন করে দেখতে গিয়েছিলেন। এতেই বাঁধে বিপত্তি। পুলিশ ধান কাটা বন্ধ করতে গিয়ে নারীদের ওপর অমানবিক নির্যাতন চালায়। এমনকি চালানো হয় গুলিও। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ১১ জন নারী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়।এর আগে এ ঘটনায় গত মাসে গোমস্তাপুর থানার এসআই আজিম আলীকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।

স্থানীয়রা জানান, শুধু লাঠিচার্জ নয়, ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় রাবার বুলেট। অভিযোগ রয়েছে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীনের উপস্থিতিতে ও নির্দেশে এই লাঠিচার্জে নেতৃত্ব দেন একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আজিম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, কায়েমপুর ইউনিয়নের জগদিসপুর মৌজায় ১৮০ বিঘা জমি নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছিল অনেক আগে থেকে। পরে আদালতে মামলা করে জমির মালিকানা পায় রফিকুল ইসলামের পক্ষ। কিন্তু বিষয়টি নিয়ে থানায় মামলা করেছেন আজগর আলীর পক্ষের লোকজন।
গত ১ মে এসব ধান কাটছিল রফিকুল ইসলামের কিছু লোক। বিষয়টি জানতে পেরে ধান কাটা বন্ধের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু সরকারি কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন নারী। তাই তাদের শুধু ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়েছে। কাউকে মারধর করা হয়নি।চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও নারীদের ওপর লাঠিচার্জের একটি ভিডিও দেখে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট