গত ১ মে সকালে এসব জমিতে যন্ত্র দিয়ে ধান কাটছিলেন। এসময় এলাকায় নারীরা যন্ত্র দিয়ে কীভাবে ধান কর্তন করে দেখতে গিয়েছিলেন। এতেই বাঁধে বিপত্তি। পুলিশ ধান কাটা বন্ধ করতে গিয়ে নারীদের ওপর অমানবিক নির্যাতন চালায়। এমনকি চালানো হয় গুলিও। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ১১ জন নারী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়।এর আগে এ ঘটনায় গত মাসে গোমস্তাপুর থানার এসআই আজিম আলীকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।
স্থানীয়রা জানান, শুধু লাঠিচার্জ নয়, ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় রাবার বুলেট। অভিযোগ রয়েছে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীনের উপস্থিতিতে ও নির্দেশে এই লাঠিচার্জে নেতৃত্ব দেন একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আজিম।