ঢাকা অফিস:
ইসরায়েলি হামলার পর ইরানের পাশে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পরমাণু প্রকল্পে এখন কাজ করছেন শত শত রুশ বিশেষজ্ঞ। এমনটিই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৯ জুন) টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (SPIEF) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন ইরানকে ঘিরে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেন।
পুতিন বলেন, “আমাদের প্রায় ২৫০ জন বিশেষজ্ঞ ইরানের বুশেহার পারমাণবিক প্রকল্পে কাজ করছে। এছাড়া আরও কয়েকশো মানুষ বিভিন্ন পর্যায়ে ইরানকে সহযোগিতা করছে। সব মিলিয়ে প্রায় ৬০০ জন রুশ নাগরিক এখন ইরানে কর্মরত। আমরা কখনও ইরানকে ছেড়ে যাব না।”
<[ইরানের পরমাণু প্রকল্প রক্ষার করবে রাশিয়া: পুতিন]>
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে রাশিয়ার ভূমিকাও বাড়ছে বলে জানান পুতিন। তিনি বলেন,
“আমরা ইরানকে প্রস্তাব দিয়েছি— তাদের পরমাণু প্রকল্প যদি আমাদের তত্ত্বাবধানে চলে, তবে নিশ্চিত করা যাবে ইউরেনিয়াম শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে ইরানের সম্মতির ওপর।”
তিনি আরও জানান, বুশেহারে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণে রাশিয়ান বিজ্ঞানীরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেন পুতিন। তিনি বলেন,
“বুশেহারে পারমাণবিক প্রকল্পের এলাকায় হামলা না চালানোর বিষয়ে নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন।”
রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সরাসরি অস্ত্র দেওয়ার প্রশ্নে পুতিন বলেন, “চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছে, তবে তাতে অস্ত্র সরবরাহের কোনও বিষয় নেই। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অস্ত্রও চায়নি।”
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, “ইরানের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইসরায়েলের উদ্বেগও অগ্রাহ্য করা যায় না। আমাদের লক্ষ্য, এমন একটি সমাধান যেখানে ইরান শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে, আর ইসরায়েলও নিরাপদ বোধ করে। উভয়পক্ষের উদ্বেগকে সমান গুরুত্ব দিয়ে সমাধানের পথ খুঁজতে হবে।”