স্টাফ রিপোর্টার::
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নিউরো বিভাগের বিভাগীয় প্রধান নিউরো ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন আলী ফরাজী ও কনসালট্যান্ট (নিউরোসার্জারি) ডা. মো. রিয়াজ আহমেদ হাওলাদারের তত্ত্বাবধায়নে রয়েছেন।
এর আগে গত ১০ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আব্দুর রাজ্জাক রানা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ জুন তাকে উন্নত চিকিৎসা দিয়ে বাসায় সম্পূর্ণ বেড রেস্টে পাঠানো হয়।
এ সময় তিনি কোনোভাবেই বেড থেকে উঠতে পারবেন না বা কোনো কাজকর্ম করতে পারবেন না বলে চিকিৎসকরা তার পরিবারকে জানিয়ে দেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, নিউরো বিভাগের বিভাগীয় প্রধান নিউরো ও স্পাইন সার্জন এবং বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন আলী ফরাজী বলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানার উন্নত চিকিৎসা প্রয়োজন।
এদিকে তার আশু সুস্থতা কামনা করেছেন দৈনিক সংগ্রাম এর সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন, বার্তা সম্পাদক মোহাম্মদ সা’দাত হোসাইন, সিনিয়র সাব এডিটর মো. আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলাম চৌধুরী, চিফ রিপোর্টার সামছুল আরেফীন, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, সাব এডিটর ও ডিইউজের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও নির্বাহী সদস্য সোহরাব হোসেন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা এডিশন এর সম্পাদক নাজমুল হাসান, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান টিপু।
বিবৃতিতে নেতারা এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে বাসভবনে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত আরোগ্য কামনা করে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।