স্টাফ রিপোর্টার::
দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা(৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১২ টায় খুলনা শান্তিধাম তারের পুকুর মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া নেয়া হবে। শনিবার সকালে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন সমকালের খুলনা স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সমকাল এর সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির খুলনা মহানগর সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা এডিশন এর সম্পাদক নাজমুল হাসান, নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান টিপু ।